কিভাবে ইউটিউব থেকে Youtube Studio (beta) ভার্শন বন্ধ করবেন ।।
Creator Studio Classic অপশনটি ব্যবহার করবে ।।
তো আমাদের মধ্যে অনেকের ইউটিউবে Creator Studio Classic অপশনটি ব্যবহার করতে ভালো লাগতো । কিন্তু ইউটিউবের নতুন আপডেটের পর এই Youtube Studio (beta) ব্যবহার করতে অনেকেরই খুব সমস্যা হচ্ছে ।
তো আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবের নতুন আপডেট Youtube Studio (beta) অপশন কে বন্ধ করে Creator Studio Classic ব্যবহার করতে পারবেন ঠিক আগের মতই ।
কিন্তু সমস্যা হল আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাইন ইন করে ডান দিকে উপরে আমাদের চ্যানেলের আইকনে ক্লিক করলে অটোমেটিকলি Creator Studio Classic অপশনটি চলে আসতো । যেখানে বর্তমানে আপডেটের পর Youtube Studio (beta) আসছে ।
তো এই জন্য প্রতিবার আমাদের একটি সেটিং করতে হবে তারপর এই Creator Studio Classic অপশন টি ব্যবহার করতে হবে ।
তাহলে চলুন দেখে আসি কিভাবে এই ইউটিউব এর ক্লাসিক অপশনটি ব্যবহার করতে পারব ।
তো বন্ধুরা ,
- প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জিমেইল টি সাইন-ইন করবেন ।
- তারপর ডানে উপরের দিকে দেখবেন আপনার চ্যানেলের আইকন রয়েছে ।
- ঠিক ওই আইকনে ক্লিক করবেন ।
- তারপর নিচে দেখতে পাবেন ইউটিউব অপশনটি রয়েছে ।
- তো আপনারা সরাসরি এই Youtube Studio (beta) ক্লিক করবেন ।
- ক্লিক করার পর বাম দিকে একেবারে নিচে দেখতে পাবেন Creator Studio Classic একটা অপশন রয়েছে ।
- এই অপশন এর আইকন রয়েছে একটি মানুষ দৌড়াচ্ছে ।
- তো আপনারা সরাসরি এই Creator Studio Classic অপশনে ক্লিক করে দিবেন ।
- ক্লিক করে দিলে আপনার সামনে একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে ।
- তো আপনারা সরাসরি এখান থেকে SKIP এ ক্লিক করে দিবেন ।
- যখনই SKIP এ ক্লিক করে দিবেন , তখন দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেল এর আগের ভার্সন চলে আসছে ।
আশা করি বুঝতে পেরেছেন । যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন । এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
Post a Comment
Please Do Not Enter Any Spam Link In Comment Box;