Join Telegram Channel গুগল অ্যাডসেন্স অটো এড সেট আপ করে ইনকাম করুন ১০গুন বেশি ।। Adsence Auto Ads All Problem Solve
DMCA.com Protection Status

গুগল অ্যাডসেন্স অটো এড সেট আপ করে ইনকাম করুন ১০গুন বেশি ।। Adsence Auto Ads All Problem Solve

গুগল অ্যাডসেন্স অটো এড সেট আপ করে ইনকাম করুন ১০গুন বেশি ।। Adsence Auto Ads All Problem Solve


একটি ওয়েবসাইট তৈরি করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এক এক করে পোস্ট করতে থাকি আমরা ।  অনেকেই শখের বশে ব্লগে লেখালেখি করে , আবার অনেকেই টাকা ইনকামের জন্য লেখালেখি করে , অনেকে আবার এই Blogging বা লেখালেখি কে পেশা হিসেবে বেছে নেয় ।

তো যে উদ্দেশ্যেই ব্লগিং বা লেখালেখি করুন তার মধ্যে বেশিরভাগ লোকের একটাই উদ্দেশ্য থাকে টাকা ইনকাম করা । ওয়েবসাইট থেকে অনেক ভাবেই টাকা ইনকাম করা যায় । তার মধ্যে সব থেকে সহজ এবং জনপ্রিয় টাকা ইনকাম করার মাধ্যম হল গুগল এডসেন্স


তো আমাদের সাইটে নির্দিষ্ট সংখ্যক পোস্ট লেখা হয়ে গেলে এবং মোটামুটি ভালো সংখ্যক ভিজিটর আসে শুরু করলে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য এডসেন্সে এপ্লাই করি । এডসেন্সে এপ্লাই করার সাথে সাথেই যে আমাদের সাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় , তা কিন্তু নয় । তবে Google Adsence এর সকল নিয়ম-নীতি মেনে যদি আমরা আমাদের ব্লগ সাইটটি তৈরি করি তাহলে এডসেন্স পেতে আমাদের তেমন কোন কষ্ট করতে হবে না । 

তারপরও সকল সমস্যার সমাধান করে যখন আমাদের সাইটে Adsence Approve হয় , তখন থেকে আমাদের ওয়েবসাইটে ইনকাম শুরু হয়ে যায় । এখন কথা হল , Adsence Approve হলেই কি আমাদের আশানুরূপ ইনকাম হবে ?? এর উত্তর হলো মোটেও না ।

আমরা যদি আমাদের ওয়েবসাইটে এডসেন্স এর সঠিক ব্যবহার করতে না পারি তাহলে কখনোই আমরা আশানুরূপ ইনকাম করতে পারবো না । এডসেন্স থেকে আমাদের সাইটের মাধ্যমে দুইটি মাধ্যমে ইনকাম করা যায় ।
  1.  Ad units ব্যবহার করে ।
  2.  Auto ads ব্যবহার করে ।
অনেকেই Ad units ব্যবহার করতে পারে কিন্তু Auto ads কিভাবে ব্যবহার করতে হয় তা জানে না ।


তাহলে চলুন জেনে নিই কিভাবে আমাদের সাইটে Google Adsence থেকে Auto ads সেট করতে পারে । 

তো Auto ads সেট করার জন্য প্রথমে আপনি আপনার এডসেন্স অ্যাকাউন্ট এ সাইন ইন করুন । তারপর বাম সাইডে দেখবেন একটি মেনুবার রয়েছে । সেখান থেকে দেখবেন প্রথমেই রয়েছে Ads .

গুগল অ্যাডসেন্স অটো এড সেট আপ করে ইনকাম করুন ১০গুন বেশি ।। Adsence Auto Ads All Problem Solve

তো Ads এ ক্লিক করলে নিচে দেওয়া ছবির মত আপনি দেখতে পারবেন  ।

গুগল অ্যাডসেন্স অটো এড সেট আপ করে ইনকাম করুন ১০গুন বেশি ।। Adsence Auto Ads All Problem Solve

তারপর Get Started  অপশনে ক্লিক করবেন । এবার দেখবেন উপরের দিকে দুটো অপশন চলে আসছে । একটা AUTO ADS অন্যটি AUTO ADS FOR AMP .


গুগল অ্যাডসেন্স অটো এড সেট আপ করে ইনকাম করুন ১০গুন বেশি ।। Adsence Auto Ads All Problem Solve

তো আপনারা সরাসরি AUTO ADS এ ক্লিক করবেন । তারপর দেখবেন নিচের দেওয়া ছবির মত দেখতে পাবেন ।

গুগল অ্যাডসেন্স অটো এড সেট আপ করে ইনকাম করুন ১০গুন বেশি ।। Adsence Auto Ads All Problem Solve

এবার ডান দিক থেকে যতগুলো সুইচের মতো আইকন আছে সবগুলো অন করে দিন এবং নিচের দিকে দেখতে পাবেন একটা অপশন রয়েছে Automatically get new formats বক্সটিতে টিক মার্ক দিয়ে SAVE এ ক্লিক করে দিন । SAVE এ ক্লিক করে দিলে নিচে দেওয়া ছবির মত দেখতে পাবেন ।

গুগল অ্যাডসেন্স অটো এড সেট আপ করে ইনকাম করুন ১০গুন বেশি ।। Adsence Auto Ads All Problem Solve

তারপর  Coppy Code অপশনে ক্লিক করে এই কোডটি কপি করে আপনার ফোন অথবা  কম্পিউটারের নোটপ্যাডে সেভ করে রাখুন । তারপর নিচে দেওয়া Done অপশনে ক্লিক করে দিন । এবার দেখবেন নিচের দেওয়া ছবিটির মতো দেখতে পারবেন ।

গুগল অ্যাডসেন্স অটো এড সেট আপ করে ইনকাম করুন ১০গুন বেশি ।। Adsence Auto Ads All Problem Solve

তো তারপর OK , GOT IT অপশন এ ক্লিক করে দিন ।

গুগল অ্যাডসেন্স অটো এড সেট আপ করে ইনকাম করুন ১০গুন বেশি ।। Adsence Auto Ads All Problem Solve
এবার আপনি আপনার ব্লগ সাইটের কন্ট্রোল প্যানেলে চলে আসবে । তারপর নিচের দিকে দেখতে পাবেন Theme একটা অপশন রয়েছে । তো আপনারা এই Theme অপশনে ক্লিক করবেন এবং Edit HTML অপশনে ক্লিক করুন ।

তারপর Ctrl + F এ ক্লিক করে সার্চ করুন অথবা আপনি খুঁজে বের করবেন <head> লেখা কোথায় রয়েছে । দেখবেন প্রথম দিকে পেয়ে যাবেন । তারপর  <head>  নিচে আমাদের আগের এডসেন্স থেকে যে AUTO ADS কোডটি কপি করা ছিল , ওই কোডটি পেস্ট করে দিবেন ঠিক নিচে দেওয়া ছবির মত ।

গুগল অ্যাডসেন্স অটো এড সেট আপ করে ইনকাম করুন ১০গুন বেশি ।। Adsence Auto Ads All Problem Solve

তারপর উপর থেকে Save Theme অপশনে ক্লিক করে দিবে ।

তাহলে আপনার ওয়েবসাইটে AUTO ADS কোডটি সেট হয়ে যাবে এবং 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার সাইটের AUTO ADS শো করবে । আশা করি বুঝতে পেরেছেন । এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।


2 Comments

Please Do Not Enter Any Spam Link In Comment Box;

  1. সবাই তো কম্পিউটার ব্যবহারের কথা বলছেন, তাহলে কি মোবাইলে এসব চলবেনা? চললে কিভাবে?

    ReplyDelete
    Replies
    1. আপনি কি মোবাইল থেকে অটো অ্যাড সেট করতে চাইছেন

      Delete

Post a Comment

Please Do Not Enter Any Spam Link In Comment Box;

Previous Post Next Post