Join Telegram Channel ( Live Prove ) Blog / WordPress এর পোষ্টে ফ্রী ভিজিটর বাড়বেই ।। How To Increase Blog Traffic
DMCA.com Protection Status
ব্লগ পোষ্টে ফ্রী ভিজিটর বাড়বেই ।। Get More Traffic ।। Real Free Traffic To My Website

( Live Prove ) Blog WordPress এর পোষ্টে ফ্রী ভিজিটর বাড়বেই ।। How To Increase Blog Traffic

ভিজিটর বা ট্র্যাফিকে একটি ওয়েবসাইটের প্রাণ বলা হয় । একটি ওয়েবসাইটে যত বেশি ভিজিটর আসবে ততবেশি ওই ওয়েবসাইটে সার্চ রাঙ্কিং এ উপরে উঠে আসবে । আর কথাই তো আছে ,
যত বেশি ভিজিটর ততো বেশি ইনকাম $$ 

কিন্তু সমস্যা হল যারা নতুন ব্লগিং শুরু করেছে  , তারা বুঝতে পারে না কিভাবে ফ্রী ভিজিটর আনতে হয় বা কিভাবে ওয়েবসাইটে বেশি বেশি Free Traffic পাওয়া যায় ।(increase blog traffic)

তাই আজকে আমি আপনাকে একটি সিস্টেম দেখিয়ে দেবো যে সিস্টেমের মাধ্যমে আপনি সহজেই আপনার ওয়েবসাইটের  পোস্টে ফ্রী ভিজিটর আনতে পারেন ,১০০% গ্যারান্টি ।(free traffic to website)
অবশ্যই পড়ুনঃ-
এই লিখাটি একটু বড় হতে পারে তবে কথা দিলাম শেষ পর্যন্ত সাথে থাকলে অবশ্যই উপকৃত হবে । তাহলে চলুন শুরু করা যাক ।

ওয়েবসাইটে Traffic আনার জন্য অনেকগুলো উপায় রয়েছে । কিন্তু যারা নতুন তারা সহজে বুঝতে পারেন না , যার জন্য তাদের ওয়েবসাইটের পোস্টে ভিউ হয় না ।

আমরা যেহেতু নতুন শুরু করছি , তাই আমাদের পোষ্ট গুলোতে জোর করে ভিজিটর আনতে হবে ।  এক কথায় ঘাড় ধরে ভিজিটর আমাদের পোস্টে আনতে হবে । আর যখনই আমাদের পোস্ট ভিজিটর আসা শুরু করবে তখন অটোমেটিকলি আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো  সার্চ ইঞ্জিনের রাঙ্ক করবে ।

তো এই সিস্টেম টি করার জন্য প্রথমে আপনার একটি টুইটার একাউন্ট থাকতে হবে । আর যদি টুইটার একাউন্ট না থাকে তাহলে ইউটিউবে দেখে নিবেন কিভাবে একটি টুইটার একাউন্ট ওপেন করতে হয় ।

তো টুইটার একাউন্ট ওপেন করার পর আপনি আপনার ওয়েবসাইটের যে পোস্টটি তে ভিজিট আনবেন অর্থাৎ যেকোনো একটি পোস্ট  ওয়েবসাইট ভিউ করবেন , ঠিক নিচের ছবির মত করে ।


( Live Prove ) Blog / WordPress এর পোষ্টে ফ্রী ভিজিটর বাড়বেই ।। How To Increase Blog Traffic

তারপর আপনার এই পোস্টটির যে টাইটেল রয়েছে এই টাইটেলটি কপি করে টুইটারে যেখানে পোস্ট লিখতে হয় সেখানে পেস্ট করবেন ।


( Live Prove ) Blog / WordPress এর পোষ্টে ফ্রী ভিজিটর বাড়বেই ।। How To Increase Blog Traffic

এবার আপনার ঐ পোষ্টের লিংক কপি করবেন ।


( Live Prove ) Blog / WordPress এর পোষ্টে ফ্রী ভিজিটর বাড়বেই ।। How To Increase Blog Traffic

তারপর যেকোনো একটি লিঙ্ক শাটার ওয়েবসাইট থেকে এই লিংকটি শর্ট  করে নিবেন । লিংক শর্ট মানে বড় একটি  লিংককে ছোট লিংকে পরিণত করা । তারপরও যদি বুঝতে না পারে যে কিভাবে লিংক  শর্ট  করতে হয় তাহলে ইউটিউবে দেখে নিবে ।
অবশ্যই পড়ুনঃ-

( Live Prove ) Blog / WordPress এর পোষ্টে ফ্রী ভিজিটর বাড়বেই ।। How To Increase Blog Traffic

তো আপনি চাইলে লিংক শর্টার ওয়েবসাইট হিসেবে bit.ly ব্যবহার করতে পারেন । তারপর আপনার টুইটার একাউন্টে ওই টাইটেলের নিচে লিংকটি পেস্ট করবেন , ঠিক নিচের ছবির মত ।


( Live Prove ) Blog / WordPress এর পোষ্টে ফ্রী ভিজিটর বাড়বেই ।। How To Increase Blog Traffic

তারপর আপনার টুইটার একাউন্ট ডান দিকে দেখতে পাবেন গিয়ার একটা আইকন রয়েছে ঠিক নিচের ছবির মত ,


( Live Prove ) Blog / WordPress এর পোষ্টে ফ্রী ভিজিটর বাড়বেই ।। How To Increase Blog Traffic

তো আপনি  ওই গিয়ার আইকনে ক্লিক করবেন । তাহলে নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন । এখান থেকে আপনারা Change location অপশনে ক্লিক করে দিবেন .


( Live Prove ) Blog  WordPress এর পোষ্টে ফ্রী ভিজিটর বাড়বেই ।। How To Increase Blog Traffic

এবার আপনার ওয়েবসাইট এর কন্ট্রোল প্যানেলে Stats অপশনে ক্লিক করে Audience অপশনে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যে সকল কান্ট্রি থেকে ভিজিটর আসে ওই কান্ট্রি গুলো দেখতে পাবেন ঠিক নিচের ছবির মতো ।


( Live Prove ) Blog / WordPress এর পোষ্টে ফ্রী ভিজিটর বাড়বেই ।। How To Increase Blog Traffic

তো এখান থেকে আপনি একটা কান্ট্রি কপি করে নিবেন । আমি এখান থেকে ইন্ডিয়া কান্ট্রি কপি করে নিলাম । এবার আপনার টুইটার একাউন্টে লোকেশন সার্চ অপশনে পেস্ট করে  দিবেন  এবং এবার নিচে থেকে ওই কান্ট্রি সিলেক্ট করে দিবে ।

( Live Prove ) Blog  WordPress এর পোষ্টে ফ্রী ভিজিটর বাড়বেই ।। How To Increase Blog Traffic

এবার এই লোকেশন বক্সের বাইরের যেকোনো জায়গায় একটা ক্লিক করুন । তাহলে দেখবেন India trends একটা অপশন চলে আসছে ।
অবশ্যই পড়ুনঃ-

এবার India trends  অর্থাৎ  আপনি যে কান্ট্রি দিবেন ওই কান্ট্রির নিচে # দিয়ে অথবা মোটা অক্ষরে যতগুলো লেখা রয়েছে সেই সকল লেখাগুলো কপি করে আমাদের যে লিঙ্ক দিয়েছিলাম ওই লিঙ্কটা নিচে  পেস্ট করে দিবেন । নিচের ছবির মত করে,           

( Live Prove ) Blog / WordPress এর পোষ্টে ফ্রী ভিজিটর বাড়বেই ।। How To Increase Blog Traffic

তারপর Tweet অপশনে ক্লিক করে দিবেন । তাহলে দেখবেন আপনার পোস্টি টুইট হয়ে গেছে । ঠিক একইভাবে আপনার ওয়েবসাইটে যে সকল কান্ট্রি থেকে ভিজিট হয় ওই কান্ট্রি গুলো একটি একটি করে কপি করে উপরের দেখার নিয়ম অনুসারে টুইটারে প্রতিটা কান্ট্রির জন্য এক একটি পোস্ট করবেন ।

পোস্ট করা হয়ে গেলে  আপনার ওয়েবসাইটের যে পোস্টটি আপনি টুইটারে পোস্ট করলে ওই পোস্ট এর ভিজিটর দেখবেন বেড়ে গেছে । (real free traffic to my website)

তবে মনে রাখবেন , টুইটারে যদি আপনি বারবার এভাবে পোস্ট করতে থাকেন তাহলে আপনার টুইটার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যাবে । তাই আমি আপনাকে বলব  আপনি সকালে একবার টুইটারে পোস্ট করবেন , আর রাতে একবার পোষ্ট করবেন ।

অর্থাৎ ২৪ ঘণ্টায় দুবার থেকে তিনবার উপরের দেখানো নিয়ম অনুসারে পোস্ট করবেন । তাহলে  আপনার টুইটার অ্যাকাউন্টটি ব্যান্ড হবে না

এভাবে কয়েকদিন করতে থাকলে আপনি নিজেই ফলাফল টা বুঝতে পারবে । আশা করি বুঝতে পেরেছেন । তারপরও কোন কিছু জানার প্রয়োজন হলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন । এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।




Post a Comment

Please Do Not Enter Any Spam Link In Comment Box;

Previous Post Next Post