আমার কপাল খারাপ ।। সৃষ্টিকর্তা কেন শুধু আমার সাথে এমন করে ।। আজকের পর আর কখন নিজের ভাগ্য বা কপালের দোষ দিবেন না ।। Motivation Bangla
Motivation |
কথায় কথায় আমরা আমাদের কপাল বা ভাগ্যকে দোষ দিয়ে থাকে । আমাদের এই দোষারোপ থেকে সৃষ্টিকর্তা ও বাদ যায় না । সৃষ্টিকর্তাকে বলে থাকি যে কেন আমাদের ভাগ্যটা এত খারাপ করে দিয়েছে । আমাদের কপালে কেন ভালো কিছু দেয় না । এতকিছু করা সত্ত্বেও কেন সৃষ্টিকর্তা আমাদের ভালো কিছু দেয় না ইত্যাদি ইত্যাদি আরো অনেক দোষারোপ । (Motivation )
খারাপ সময়ে মানুষের আস্থা , বিশ্বাস আর ধৈর্য কমে আসে । আর এসবের প্রভাব তার জীবনের উপর পড়ে । খারাপ সময়ে মানুষের কি কি করা উচিত তা চলুন একাটা গল্পের মাধ্যমে জেনে নেওয়া যাক ।।
একজন ধনী বনিক ছিলেন , যে কিনা দেশে দেশে বাণিজ্য করতেন জাহাজের মাধ্যমে । এভাবে বাণিজ্য করতে করতে একদিন সমুদ্রে একটা ঝড়ে তার জাহাজটি সহ সকল কিছু সাগরের তলে হারিয়ে যায় । এক মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় সবকিছু । (Motivation )
ওই বণিক ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে এক জনমানবহীন দ্বীপে গিয়ে আটকালেন । তারপর কোনভাবে দ্বীপের উপরে উঠলে । ঝড়ের জন্য সমুদ্রে ভেসে বণিক যেমন ছিলেন ক্লান্ত , তেমনি ছিলেন ক্ষুধার্ত ।
একটু সুস্থ হয়ে কোনভাবে ওই দ্বীপে খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়লেন বনিক । যেহেতু দ্বীপটি ছিল গাছগাছালি তে পরিপূর্ণ , সেহেতু ওই বণিককে খাদ্যের জন্য বেশি কষ্ট করতে হলো না । খুব সহজেই পেয়ে গেলেন ফল-ফলাদি । খাওয়া-দাওয়া সেরে বণিক দ্বীপ টির চারিদিকে ঘুরে ঘুরে দেখলেন কোনভাবে দ্বীপটি থেকে বেরিয়ে আসা যায় কিনা ।
কিন্তু তার এই আশা ব্যর্থ হয়ে গেল। কারণ বনিক শুধুমাত্র দ্বীপটির চারিপাশে পানি আর পানি দেখল বিন্দুমাত্র তীরের খোঁজ পেল না । তখন বণিক ধরেই নিল তার আর কোনদিনও এই দ্বীপ থেকে বের হওয়া হবে না । (Motivation )
তাই সে ভাবলো এখানে যখন থাকতেই হবে তাহলে খাদ্য হিসেবে ফল-ফলাদির তো আর অভাব নেই । তাই থাকার একটা জায়গা তৈরি করতে হবে । যে কথা সেই কাজ অনেক সুন্দর একটি থাকার জায়গা তৈরি করে ফেললেন ।
এবার দ্বীপের হিংস্র পশু পাখির হাত থেকে বাঁচার জন্য প্রয়োজন পড়লো আগুনের । অনেক কষ্টে পাথরে পাথরে ঘষে আগুন জ্বালালো সে । যেহেতু আগুন জ্বালানো অনেক কষ্টের ছিলো , তাই সে কখনোই আগুন নিভতে দিত না ।
তার বানানো ঘরের সামনে আগুন জলতে থাকত সবসময় । এভাবে কেটে গেল অনেক দিন । প্রতিদিন সকালে বণিক শিকারে বেরিয়ে যেত , খাদ্যদ্রব্য শিকার নিয়ে একা একার মতোই ওই বাসাতে ভালোই কাটছিল বণিকের দিন । (Motivation )
বনিক একদিন সকালে খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়লেন । খাদ্য সংগ্রহ করে বাসার সামনে আসতে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেল । কাছে এসেই দেখল তার তৈরি করা ঘরটি আগুনে দাউ দাউ করে জ্বলছে ।
আগুন লেগেছিল তার ঘরের সামনে জ্বালানো আগুন থেকে । বণিক একেবারেই ভেঙ্গে পরলো । সে বারবার নিজের কপাল কে দোষ দিতে লাগলো । দোষ দিতে লাগলো সৃষ্টি কর্তা কে । বলতে লাগলো হে সৃষ্টিকর্তা আমি কি এমন দোষ করেছি যে ঝড়ের মাধ্যমে আমার সবকিছু কেড়ে তো নিলে । তারপর এসে পড়লাম একটা দ্বীপে ।
ভালই কাটছিল দিন । এখন আমার আশ্রয় টুকু কেড়ে নিলে । এই বলে সে একেবারে ভেঙে পড়লেন । এর কিছুক্ষণ পরেই সে দেখতে পেল তার দিকে একটি জাহাজ আসছে । দ্বীপে এসে জাহাজ থেকে কয়েকটি লোক নেমে বনিককে বলল আপনি আগুন টি চালিয়ে খুব ভালো কাজ করেছেন ।
এই আগুন না জ্বালালে আমরা কখনো জানতাম না যে এই দ্বীপে কেউ আটকে আছে । তখন ওই বণিক ভাবতে লাগে আমি যার জন্য নিজের কপাল কে দোষ দিচ্ছিলাম । সৃষ্টিকর্তাকে দোষ দিচ্ছিলাম আজ সেই আগুনে আমার ভাগ্য খুলে দিল ।এবার বনিক জাহাজে উঠে তীরে চলে গেলে । (Motivation )
তাহলে ভাবুন কেন আমরা আমাদের কপাল কে দোষ দিই , দোষদি সৃষ্টি কর্তা কে । সব সময় একটা কথা মনে রাখবেন , সৃষ্টিকর্তা যা করে আমাদের ভালোর জন্যই করে । আমাদের শুধুমাত্র সঠিক পথে সঠিক নিয়মে পরিশ্রম করে যেতে হবে । এই পরিশ্রমের ফল উপরওয়ালা আমাদের দেবে।
তাই কখনো নিজের কপাল কে দোষ দিবেন না । যা আছে তাই নিয়ে খুশি থাকুন এবং কঠোর পরিশ্রম করুন , দেখবেন সফলতা আপনার কাছে হার মানতে বাধ্য হবে । এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।। (Motivation )
Post a Comment
Please Do Not Enter Any Spam Link In Comment Box;