Join Telegram Channel কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।। Low Competition Keywords Research
DMCA.com Protection Status

কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।। Find Keyword Idea & Low Competition Keywords Research





আমরা কষ্ট করে একটি ওয়েবসাইট(Website) বা ইউটিউব চ্যানেল (YouTube Channel) তৈরি করে তারপর সুন্দর সুন্দর পোস্ট লিখি , ভিডিও তৈরি করে পাবলিস্ট করি । কিন্তু দেখা যায় আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোতে বা ইউটিউব ভিডিও গুলোতে ভিউজ আসে না । 

ফ্রি ভিজিটর পেতে হলে একটি ওয়েবসাইটের পোস্ট অথবা  ইউটিউব ভিডিও কে রেঙ্ক করার প্রয়োজন হয় । যত দিন না আপনার ওয়েবসাইটের পোস্টগুলো বা ইউটিউব ভিডিও গুলো গুগল সার্চ ইঞ্জিনে রেংক করবে , ততদিন আপনি ফ্রি ভিজিটর পাবেন না 100% গ্যারান্টি

একটি ওয়েবসাইটের পোস্ট অথবা  ইউটিউব ভিডিও কে রেঙ্ক করানোর জন্য low competition keywords ব্যবহার করতে হয় ।

তাই আমি আপনাকে বলে দিব কিভাবে আপনি সহজেই একটি পোস্ট সম্পর্কে কিওয়ার্ড আইডিয়া (keyword ideas) নিতে পারেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড (low competition keywords ) খুঁজে বের করতে পারে  ।

এই লিখাটি একটু বড় হতে পারে তবে কথা দিলাম শেষ পর্যন্ত সাথে থাকলে অবশ্যই উপকৃত হবেন ।।

কি-ওয়ার্ড কি ( What Is Keyword ) ?

এক কথায় বলতে গেলে কিওয়ার্ড (Keyword ) হল বিভিন্ন শব্দ গুচ্ছ , যা দিয়ে আপনি বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনার তথ্য খুঁজে বের করে থাকেন ।

যেমনঃ- আমাদের কোন কিছু জানার বা দেখার প্রয়োজন হলে গুগোল এ গিয়ে কিছু একটা  লিখে সার্চ করি । গুগল এ আপনি যেটা লিখলেন এটাকেই বলা হয় কিওয়ার্ড । 

কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন ( How To Find A Keyword Idea )
অনেক নতুন নতুন ইউটিউবার বা ব্লগার আছে যারা কিওয়ার্ড আইডিয়াই (keyword idea) নিতে পারেন না । তো কী-ওয়ার্ড আইডিয়া (kyeword idea) হল আপনি যে রিলেটেড পোস্ট বা কনটেন্ট বা ইউটিউব ভিডিও করবেন ওই রিলেটেড আরো কিছু কি-ওয়ার্ড সম্পর্কে ধারণা নেওয়া ।

এই কী-ওয়ার্ড আইডিয়া (keyword idea) নেওয়ার জন্য অনেকগুলো ফ্রি ওয়েবসাইট রয়েছে ।

যেমনঃ-

  1.   Keywords Everywhere
  2.   Answer the Public
  3.   Google Trends
  4.   Soovle
  5.   Keyword Shitter
  6.   Keyword Tool

যেগুলোর মধ্যে আমার একটি ওয়েবসাইট ভাল লাগে । তা হল keyword.io । আপনারা এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন কীবোর্ড আইডিয়া নেওয়ার জন্য ।

তো এই লিঙ্কে ক্লিক  করলে  নিচে দেওয়া ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন ।


কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।।  Low Competition Keywords Research

তারপর আপনারা চাইলে ডান দিকে উপরে লগইন (Login) আইকনে ক্লিক করে আপনাদের জিমেইল দিয়ে লগইন করে নিতে পারেন । লগইন না করলেও কোন সমস্যা নাই । তবে আপনাকে একটি পপ আপ নোটিফিকেশন দিতে পারে লগইন  করার জন্য ।


কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।।  Low Competition Keywords Research

যদি আপনি লগইন করতে চান  তাহলে এই  লগইন ফরম ফিলাপ করে Sign Up For Free অপশনে ক্লিক করে দিতে পারে । আর যদি না করতে চান  তাহলে এই ফর্ম এর নিচের দিকে দেখবেন No thanks একটা অপশন রয়েছে ।




আপনার No thanks অপশনে ক্লিক করে দিবেন । তারপর পূর্বের মত একটা ইন্টারফেজ আপনারা দেখতে পাবেন ।

কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।।  Low Competition Keywords Research


এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেমনঃ- GOOGLE , YOUTUBE , AMAZON , BING ইত্যাদি ইত্যাদি । তো আপনি যদি ইউটিউব এর জন্য কি ওয়ার্ড রিসার্চ করতে চান তাহলে জাস্ট ইউটিউব অপশনে ক্লিক করে দিবেন ।

আর যদি  ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চান তাহলে GOOGLE অপশনে ক্লিক করে দিবেন । তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে এবং লেখা রয়েছে Your Seed Keyword 

এবার মনে করুন আমি মোটিভেশন (Motivation) রিলেটেড একটা পোস্ট লিখব অথবা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব  । তাহলে এখানে আমাদের টার্গেট কিওয়ার্ড হল মোটিভেশন (Motivation) .

এখন আমরা এই মোটিভেশন রিলেটেড আরো কিছু কী-ওয়ার্ড আইডিয়া (keyword idea) নিব । তো তার জন্য আপনারা সার্চ বক্সে জাস্ট লিখবেন মোটিভেশন (Motivation) . তারপর ডান সাইডে দেখতে পাচ্ছেন United States (en) লেখা রয়েছে । আপনারা এখানে ক্লিক করবেন ।



ক্লিক করে এখানে আপনাদের টার্গেটের একটা কান্ট্রি দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটে কোন দেশ থেকে ভিজিটর আসে সেই দেশটি এখানে দিয়ে দিবেন । তো আমি এখানে ইন্ডিয়া দিয়ে দিলাম । 

তারপর SEARCH অপশন এ ক্লিক করবেন । তো সার্চ অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন মোটিভেশন (Motivation) রিলেটেড অনেকগুলো কি-ওয়ার্ড চলে আসছে ।


কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।।  Low Competition Keywords Research

এবার আপনি এখান থেকে দেখে দেখে কয়েকটি কি-ওয়ার্ড (Keyword) বেছে নিবেন । তো আপনার যে কি-ওয়ার্ড (Keyword) টি পছন্দ হবে সেই কিওয়ার্ডটির ডান দিকে দেখবেন একটি বক্স রয়েছে । এই বক্সে ক্লিক করে দিবেন । তাহলে দেখবেন ডানদিকের ঘরে কি-ওয়ার্ড গুলো জমা হচ্ছে ।

কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।।  Low Competition Keywords Research


এবার আপনি যদি  বাংলাতে পোস্ট বা ইউটিউব ভিডিও করতে চান তাহলে উপরের সার্চ বক্স এ লিখবেন মোটিভেশন বাংলা (Motivation Bangla).

কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।।  Low Competition Keywords Research

তারপর আপনি যদি অন্য কোন কান্ট্রি সিলেক্ট করতে চান তাহলে এই কান্ট্রি সিলেক্ট অপশন এ ক্লিক করে আপনার পছন্দমত কান্ট্রি দিয়ে দিতে পারেন । পছন্দমত বলতে আপনার ওয়েবসাইট বা ইউটিউবে যে সকল দেশ থেকে ভিজিটর আসে ওই সকল দেশ গুলো এখানে এক এক করে দিবেন ।

তারপর সার্চ অপশনে ক্লিক করবেন । তাহলে দেখবেন ঠিক আগের মত মোটিভেশন বাংলা রিলেটেড কিওয়ার্ড চলে আসবে । একইভাবে আপনারা আপনাদের পছন্দমত কিওয়ার্ডগুলো টিক মার্ক করে দিবেন ।

তারপর এই ডান দিকে যে কিওয়ার্ডগুলো আপনি পছন্দ করেছেন এইগুলোকে কপি করে আপনার একটি নোটপ্যাড বা এম এস ওয়ার্ডে সংরক্ষণ করবেন । 

তাহলে কি পেয়ে গেলেন তো কিওয়ার্ড আইডিয়া  (Keyword Idas) .

এতক্ষণ ধরে আমরা যে  কি-ওয়ার্ড (Keyword) গুলোর আইডিয়া নিলাম এখন এই কী-ওয়ার্ড গুলোকে রিসার্চ করতে হবে ।


কি-ওয়ার্ড রিসার্চ করলে কি হয় (What happens if you do keyword research) ?



আপনি হয়তো একটা বিষয় জেনে থাকবেন যে , আপনি যে বিষয় নিয়ে ওয়েবসাইটে পোস্ট লিখবেন বা ইউটিউব এ ভিডিও বানাবেন বলে ভাবছেন ওই রিলেটেড হাজারো পোস্ট বা ভিডিও অনলাইনে অনেক আগে থেকেই রয়েছে ।

এখন কথা হল এতগুলো পোস্ট বা ভিডিও থাকতে আপনার লেখা বা ভিডিও গুলো কেন সার্চ ইঞ্জিন সবার প্রথমে দেখাবে ??? 

আর আমাদের ওয়েবসাইটের পোস্ট গুলো বা ইউটিউব এর ভিডিও গুলো সার্চ ইঞ্জিনের সবার প্রথমে না আসলে বা TOP 10 এ না আসলে বেশি বেশি ফ্রি ভিজিটর পাবো না ।

আমাদের পোস্টগুলো বা ইউটিউব ভিডিও গুলো কে সার্চ ইঞ্জিনে প্রথমে আনার জন্য এতক্ষণ ধরে যে  কি-ওয়ার্ডগুলোর আইডিয়া (Keyword Idea)  নিলাম , এইগুলো কে নিয়ে রিসার্চ (keyword research) করতে হবে এবং খুঁজে বের করতে হবে লো কম্পিটিশন কিওয়ার্ড (low competition keyword) কোনগুলো  অর্থাৎ যে কিওয়ার্ড গুলো নিয়ে অন্যান্য লোকেরা কম পোস্ট লিখেছে বা ভিডিও করেছে ।


কিভাবে লো কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ করবেন ( How To Research Low Competition Keywords ) ?

লো কম্পিটিশন কিওয়ার্ড (low competition keyword) রিসার্চ করার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে । 

যেমনঃ-

  1. Google Trends
  2. Keyword Shitter
  3. Keywords Everywhere
  4. Google Correlate
  5. Google Search Console
  6. AdWord & SEO Keyword Permutation Generator
  7. Google
  8. Google Keyword Planner

এর মধ্য থেকে আমি ব্যবহার করি গুগল কিওয়ার্ড প্লানার (google keyword planner)

কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।।  Low Competition Keywords Research

এই গুগল কিওয়ার্ড প্লানার এর মাধ্যমে আপনি ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং সহজে খুঁজে বের করতে পারবেন কোন কিওয়ার্ডগুলো লো কম্পিটিশন  (low competition keyword) .


তো এই গুগল কিওয়ার্ড প্লানার (google keyword planner) এ যাওয়ার জন্য আপনারা গুগল কিওয়ার্ড প্লানার এখানে ক্লিক করুন । তাহলে নিচে দেওয়া ছবির মত দেখতে পাবেন ।


কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।।  Low Competition Keywords Research

এবার আপনাকে একটি জিমেইল দিয়ে সাইন ইন করতে হবে । তো সাইন ইন করার জন্য ডান দিকে উপরে দেখতে পাবেন সাইন-ইন একটা অপশন রয়েছে ।  আপনারা জাস্ট এই sign-in অপশনে ক্লিক করে একটি জিমেইল দিয়ে তারপর পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট (Next) অপশনে ক্লিক করে দিলে নিচে দেওয়া ছবির মত দেখতে পাবেন ।


কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।।  Low Competition Keywords Research

আর যদি এমনটা দেখতে না পান তাহলে উপরের দিকে দেখবেন Tools & Settings একটি অপশন রয়েছে । এই টুলস এন্ড সেটিংস অপশনে ক্লিক করলে ডান দিকে Keyword Planner একটা লেখা দেখতে পাবেন ।


কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।।  Low Competition Keywords Research

আপনারা এই কিওয়ার্ড প্লানার (Keyword Planner) এ ক্লিক করলে নিচের ছবির মত চলে আসবে এবং Discover new keywords এই বক্সের নীচের দিকে একটা তির চিহ্ন দেখতে পাবেন ।


কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।।  Low Competition Keywords Research

আপনারা এই তীর ওপর ক্লিক করে দিবেন । তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন 


কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।।  Low Competition Keywords Research

এখন START WITH KEYWORDS এই অপশনে ক্লিক করে নিচে যে বক্সটি দেওয়া থাকবে এই বক্সে আমাদের প্রথম যে টার্গেট কি-ওয়ার্ড (Keyword) ছিলো মোটিভেশন , এই কি-ওয়ার্ড টি লিখতে হবে এবং GET RESULTS এ ক্লিক করে দিতে হবে । তাহলে নিচে দেওয়া ছবির মত একটা ইন্টারফেজ আপনারা দেখতে পাবেন ।


কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।।  Low Competition Keywords Research

এবার উপরের দিকে দেখতে পাবেন Locations একটা অপশন রয়েছে । তো আপনারা এই লোকেশন অপশনে ক্লিক করে দিবেন । তাহলে নিচে দেওয়া ছবির মত দেখতে পাবেন ।


কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।।  Low Competition Keywords Research

এখন আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের যে সকল দেশ থেকে ভিজিটর আসছে সে সকল দেশ এখানে এক এক করে অ্যাড করে নিচের অপশনে ক্লিক করে দিবেন । তাহলে নিচে দেওয়া ছবির মত দেখতে পাবেন ।


কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।।  Low Competition Keywords Research

এবার এখানে ডান দিকে দেখবেন আপনার কিওয়ার্ড (Keyword) গুলো , তারপরে দেখবেন  (“Avg. monthly searches”)  অর্থাৎ এই সকল কী-ওয়ার্ড দিয়ে মাসে কতবার সার্চ করা হয় ।

এখানে দেখতে পাচ্ছেন মিলিয়ন মিলিয়ন সার্চ করা হয় । এখান থেকে যে সকল কিওয়ার্ড (Keyword)  কম্পেটিশন লো (low competition keywords) , সে সকল কিওয়ার্ডগুলো আপনারা কপি করে আপনাদের ইউটিউব বা ওয়েবসাইট পোস্টে ব্যবহার করবেন ।

তাহলে আশা করি খুব দ্রুতই আপনাদের ইউটিউব ভিডিও বা ওয়েবসাইটের পোস্টগুলো রেঙ্ক করবে এবং বেশি বেশি ফ্রি ভিজিটর পেয়ে যাবেন ।

এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই সকল কিওয়ার্ডগুলো (Keyword) ইউটিউব ভিডিও বা ওয়েবসাইটের পোস্ট এর মধ্যে কিভাবে ব্যবহার করব ???

তো যারা এই কী-ওয়ার্ড (Kyeword) ব্যবহার করতে পারেন না , তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন । এর পরবর্তী পোস্টে আমি এই কী-ওয়ার্ড এর ব্যবহার গুলো দেখিয়ে দিব । এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।।







5 Comments

Please Do Not Enter Any Spam Link In Comment Box;

  1. কিভাবে কি ওয়ার্ড পোস্টের মধ্যে ব্যবহার করব

    ReplyDelete
  2. all the best post title SEO fRIENDLY aRTICAL

    ReplyDelete
  3. Nice post. seo friendly article likhar idea den kicu

    ReplyDelete
    Replies
    1. ai video ti dakun bro..
      https://youtu.be/J8Av982IyBg

      Delete

Post a Comment

Please Do Not Enter Any Spam Link In Comment Box;

Previous Post Next Post