Join Telegram Channel ব্লগ সাইটকে গুগল এনালাইটিক এ সংযোগ করুন । Create Google Analytics Account । Add Site To Google Analytics
DMCA.com Protection Status

আমরা যারা ব্লগার রয়েছি অর্থাৎ অনলাইনে লেখা লেখি করি , আমাদের একটাই লক্ষ্য থাকে যে কিভাবে আমাদের লেখা কন্টেন্ট গুলকে গুগল সার্চ রাঙ্কিং বাড়ানো যায় । তাই আমাদের অনেক রিসার্চ করতে হয় । এই রিসার্চ করতে গুগলই আমাদের সাহায্য করে । 


ব্লগ সাইটকে গুগল এনালাইটিক এ সংযোগ করুন । Create Google Analytics Account । Add Site To Google Analytics

আমাদের প্রয়োজন অনুযায়ী রিসার্চ করার জন্য Google এর কয়েকটি সাইট রয়েছে । যেমনঃ-  Google Analytics ,  Google Search Console ইত্যাদি । আজকে দেখাবো কিভাবে Google Analytics এ অ্যাকাউন্ট করে আমাদের ব্লগ সাইটিকে কানেক্ট করাতে হয় । শেষ পর্যন্ত সাথেই থকবেন , আশা করি উপকৃত হবেন । 
 তো তার জন্য সর্ব প্রথমে আপনি আপনার সাইটটির কন্ট্রোল প্যানেল যে কোন ব্রাউজারে ওপেন করবেন , নিচে দেওয়া ছবির মত ।


ব্লগ সাইটকে গুগল এনালাইটিক এ সংযোগ করুন । Create Google Analytics Account । Add Site To Google Analytics
add google analytics to website
তারপর নতুন একটি ট্যাব ওপেন করবেন এবং সার্চ করবেন Google Analytics 


ব্লগ সাইটকে গুগল এনালাইটিক এ সংযোগ করুন । Create Google Analytics Account । Add Site To Google Analytics
add google analytics to blogger
তাহলে প্রথমেই Google Analytics সাইটটি দেখতে পাবেন । এবার আপনি Google Analytics এই সাইটটি ওপেন করবেন , তাহলে নিচে দেওয়া ছবির মত দেখতে পাবেন । 

ব্লগ সাইটকে গুগল এনালাইটিক এ সংযোগ করুন । Create Google Analytics Account । Add Site To Google Analytics


এবার আপনি Start Measuring এই বাটনে ক্লিক করবেন । তাহলে একটি ফর্ম দেখতে পাবেন , ঠিক নিচে দেওয়া ছবির মত । 


ব্লগ সাইটকে গুগল এনালাইটিক এ সংযোগ করুন । Create Google Analytics Account । Add Site To Google Analytics
add google analytics
এখানে প্রথমে দেখতে পাচ্ছেন Account Name .  তো এই একাউন্ট নেম এর বক্সে আপনি যা খুশি একটা নাম দিতে পারেন , তবে আমি আপনাকে সাজেস্ট করবো আপনার ওয়েবসাইটের যে নাম রয়েছে এই বক্সটিতে সেই নামটি দিবেন । 

 তারপর নিচের দিকে যে চারটি বক্সে  টিক মার্ক দেওয়া রয়েছে ওই চারটি বক্সে  টিক মার্ক দেওয়া থাকবে । আর যদি কোন টিকমার্ক না দেওয়া থাকে তাহলে চারটিতেই টিক মার্ক দিয়ে দিবেন এবং Next অপশনে ক্লিক করে দিবেন । তাহলে দেখবেন নিচে দেওয়া ছবির মত চলে আসছে ।

ব্লগ সাইটকে গুগল এনালাইটিক এ সংযোগ করুন । Create Google Analytics Account । Add Site To Google Analytics

এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা বক্স রয়েছে প্রথমটি Web অর্থাৎ ওয়েবসাইটের জন্য , দ্বিতীয়টি Apps অর্থাৎ যারা অ্যাপস নিয়ে কাজ করেন তাদের জন্য , তৃতীয় টি Apps এবং Web এর জন্য । অবশ্য এই অপশনটি বেটা ভার্সনে রয়েছে ।
তো আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য Google Analytics এর জন্য অ্যাকাউন্ট করছি , তাই প্রথম থেকে Web বক্সে ক্লিক করবেন । তাহলে দেখবেন ওয়েব বক্সের চারপাশে একটি সবুজ দাগ হয়ে গেছে । এবার নিচের থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলে নীচে দেওয়া ছবির মত দেখতে পাবেন । 

কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিবেন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড খুজবেন ।।  Low Competition Keywords Research

এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ফ্রম চলে আসছে । তো এই ফর্মে প্রথমে রয়েছে Website Name অর্থাৎ আপনার ওয়েবসাইটের নামটি এই বক্সে দিয়ে দিবেন । তারপর দেখতে পাচ্ছেন আপনার Website URL দেওয়ার জন্য আরেকটি বক্স ।


তো আপনার Website URL টি নেওয়ার জন্য আপনি আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে আসবেন , তারপর View Blog এ ক্লিক করবেন  । 

ব্লগ সাইটকে গুগল এনালাইটিক এ সংযোগ করুন । Create Google Analytics Account । Add Site To Google Analytics

তাহলে দেখবেন আপনার ওয়েব সাইটটি ওপেন হয়ে গেছে এবং উপরে সার্চ বক্স থেকে আপনার ওয়েবসাইটটি পুরো লিংক কপি করবেন , নিচে দেওয়া ছবির মত ।

ব্লগ সাইটকে গুগল এনালাইটিক এ সংযোগ করুন । Create Google Analytics Account । Add Site To Google Analytics

তারপর Google Analytics সাইডে আসবেন এবং Website URL এর বক্সে ওই লিংকটি পেস্ট করে দিবেন ।

 এখানে একটি বিষয় খেয়াল রাখবেন , আপনি যে লিংকটি পেস্ট করেছেন ওই বক্সের বাম দিকে আরেকটি বক্স রয়েছে । ওই বক্সে ক্লিক করলে দটো অপশন বের হবে একটি http:// দ্বিতীয় টি https:// .

ব্লগ সাইটকে গুগল এনালাইটিক এ সংযোগ করুন । Create Google Analytics Account । Add Site To Google Analytics

এবার আপনি আপনার ওয়েবসাইটের যে লিংকটি পেস্ট করেছেন , ওই লিংকটি প্রথমে যদি https:// দেওয়া থাকে তাহলে এখান থেকে https:// সিলেক্ট করে দিবেন । আর যদি শুধু http:// দেওয়া থাকে তাহলে শুধু http:// সিলেক্ট করে দিবেন ।

 তারপর আপনি যে লিংকটি পেস্ট করেছিলেন ওই লিংকটি প্রথম থেকে https:// টুকু কেটে দিবেন , ঠিক নিচের ছবির মত ।

ব্লগ সাইটকে গুগল এনালাইটিক এ সংযোগ করুন । Create Google Analytics Account । Add Site To Google Analytics

তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন Industry Category অর্থাৎ আপনার ওয়েবসাইটে কি ক্যাটাগরি তা সিলেক্ট করার জন্য এখান থেকে Select One ক্লিক করে দিবেন । আর যদি কোন ক্যাটাগরি সেট করতে না চান তাহলে যেমন আছে তেমনি থাকবে ।

তার নিচে দেখতে পাচ্ছেন Reporting Time Zone  । এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন United State সিলেক্ট করা আছে । তো আপনারা এখান থেকে United State এর উপর ক্লিক করে , আপনি যে দেশ থেকে সেই দেশটি সিলেক্ট করে দিবেন , ঠিক নিচেই দেওয়া ছবির মত ।

ব্লগ সাইটকে গুগল এনালাইটিক এ সংযোগ করুন । Create Google Analytics Account । Add Site To Google Analytics

 তারপর এখান থেকে Create অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে নতুন একটি পপ-আপ উইন্ডো ওপেন হয়ে যাবে ,  ঠিক নিচের ছবির মত ।

ব্লগ সাইটকে গুগল এনালাইটিক এ সংযোগ করুন । Create Google Analytics Account । Add Site To Google Analytics

এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন একটি বক্সে রয়েছে United State তো আপনারা এই United State  এর উপর ক্লিক করে আপনি যে কান্ট্রি সেই কান্ট্রি সিলেক্ট করে দিবেন ।


 তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে । এই বক্সটিতে টিক মার্ক দিয়ে দিবেন । তারপর নিচের দিকে গেলে আরো একটি বক্স দেখতে পাবেন এই বক্সটিতেও টিক মার্ক দিয়ে দিবেন । তারপর নিচে থাকা I Accept  এ ক্লিক করে দিবেন । 

তাহলে দেখতে পাবেন নতুন একটি উইন্ডো ওপেন হয়ে গেছে এবং ডান দিকের নিচের সাইটে একটি পপ-আপ উইন্ডো ওপেন হয়েছে Try New Google Analytic Mobile App.

তো এখান থেকে আপনারা No Thanks অথবা Android যেকোনো একটি অপশন এ ক্লিক করে দিতে পারেন । তো আমি বলবো আপনি No Thanks অপশনে ক্লিক করে দিবেন । তারপর আপনার সামনে আরো একটি ছোট পপ-আপ উইন্ডো ওপেন হবে । এটিকে আপনারা Got it এ ক্লিক করবেন , তাহলে নিচে দেওয়া ছবির মত দেখতে পাবেন ।

ব্লগ সাইটকে গুগল এনালাইটিক এ সংযোগ করুন । Create Google Analytics Account । Add Site To Google Analytics


এখান প্রথমে রয়েছে দেখেন Tracking ID . আমি আমার ট্রাকিং আইডি টার কয়েকটি সংখ্যা এখানে লুকিয়ে রেখেছি , কারণ এটি খুবই সিক্রেট । তো আপনারা এই Tracking ID টা কপি করবেন । যেমন, UA-15462**00-1  


এবার আপনি আপনার ওয়েবসাইট এর কন্ট্রোল প্যানেল এ আসবেন । আসার পর Settings এ ক্লিক করবেন তারপর Other অপশনে ক্লিক করবেন । তাহলে নিচের দিকে দেখতে পাবেন Google Analytics এর একটি Tracking ID দেওয়ার জন্য বক্স রয়েছে । এখানে আপনারা আপনাদের ওই কপি করা আইডিটা পেস্ট করে দিবেন , ঠিক নিচে দেওয়া ছবির মত ।

ব্লগ সাইটকে গুগল এনালাইটিক এ সংযোগ করুন । Create Google Analytics Account । Add Site To Google Analytics

তারপর ডান দিকে উপর থেকে Save Settings  এ ক্লিক করে দিবেন । ব্যাস কাজ শেষ , এবার আপনি আপনার Google Analytics  সাইটে এসে হোম অপশনে ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবেন ।

তবে আপনার Google Analytics  একাউন্টটি একটিভ হতে একটু সময় নিবে । তারপর দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের বিস্তারিত সবকিছু । তো বাকি অপশন গুলো আপনারা নিজেরাই দেখে নিবেন ।

আর অনেকে আছে যাদের আগে থেকেই Google Analytics এ লগইন করা আছে কিন্তু কিভাবে ব্লক সাইট এর সাথে কানেক্ট করতে হয় তা জানে না । তো আপনারা নিচে দেওয়া ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আরো বিস্তারিত জানতে পারবেন । এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।।

1 Comments

Please Do Not Enter Any Spam Link In Comment Box;

Post a Comment

Please Do Not Enter Any Spam Link In Comment Box;

Previous Post Next Post